গুচ্ছকবিতায় বর্ণজিৎ বর্মন

১। সিঁদূর

লতিকা তোমার কপাল জুড়ে
গুটি বসন্তের দাগ
আর একটু কাছে এসো সিথিতে গোধূলির
একে দেই ছাপ ।

২। নীল চুড়ি

কোচবিহার জেলার ওই মাশান
বাবা র মেলায় কিনে রেখেছি
দুই ডজন নীল চুড়ি
বাসনা এলে দু হাতে পরিয়ে দেব

৩। পারফিউম

দোলখাওয়া চরিত্র কি
বিদেশী পারফিউম মাখলেই
সংসারী হয়?
একটু বলে দাও নিমাই ।

৪। টিপ

পাটকাঠির বেড়া থেকে আগমনী রায়
যখন
টিপ ফোটার প্যাকেট গুজে রাখে
মনে হয় এ নারীর,
পরম নিষ্টায় বসতি ।

৬। বেণী

বেনীতে ফুটে ওঠে
শিল্পীর আত্মকথা । রাধা
তোমার হাতের কারুকাজ
আমার চিরকালীন স্পন্দন ভালবাসা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।