সাতে পাঁচে কবিতায় বিনয় ভট্টাচার্য্য

চৈতি বেলার গান
কোথা গেল সেই মেঘের অলকদাম
বসন্ত শেষে বিদায় বেলায়
জ্বলছে শরীর দুপুরে
রবির প্রখর তপ্ত কিরণে
ঝরছে শরীরে ঘাম।
পাহাড়ের বুকে সবুজের মেলা
পলাশে শিমুলে চলে রঙের খেলা
শাখা পল্লবে আম্রমুকুলের ঘ্রাণ।
চৈতি হাওয়ায় ঐ শোনা যায়
ঝরাপাতার গান।
প্রজাপতি অলি ওড়ে নীরবে
রঙিন ফুলের বুকে
করে মকরন্দ সুরাপান –
প্রকৃতির অকৃপণ অনুদান।