কবিতায় বিশ্বরূপা ব্যানার্জী

তুমি বলেছিলে
তুমি বলেছিলে, ভালবাসার রঙ নীল;
আমি বলেছিলাম, ধূসর।
নীল তো অনেকেই পছন্দ করে,
ধূসরের প্রেমে ক’জন পড়ে?
তুমি বলেছিলে, ভালোবাসার ফুল গোলাপ;
আমি বলেছিলাম, বেলী অথবা জুঁই,
কারণ, ভালোবাসা যে স্বচ্ছ।
তুমি বলেছিলে, ভালোবাসার ঋতু বসন্ত;
আমি বলেছিলাম, ঝিরি ঝিরি বৃষ্টি আর
ভাঁড়ের চা না হলে কি
ভালোবাসা জমে?
তোমার কাছে ভালোবাসা হলো, রেস্তোরাঁ
বা লাল নীল আলোতে সিনেমা দেখা।
আমার কাছে ভালোবাসা হলো,
পার্কের বেঞ্চে বসে বাদাম খাওয়া অথবা ফুচকা খাওয়া,
আর নাহলে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা।
তুমি বলেছিলে, ভালোবাসার সাজ শাড়ি,
চোখে কাজল, ছোট্ট টিপ
আমি বলেছিলাম, যে ভালবাসবে,
তার কাছে অগোছালো-তেই আমি সুন্দরী।