কবিতায় বলরুমে ব্রতশ্রী বসু

কিস্তিমাত
দশ ফুট বাই দশের জীবন
অন্ধকারেই মাত ;
আলোর ফুলকি রূপকথা এক
লড়াইটা সওগাত !!
প্রতিটাদিন নতুন চ্যালেঞ্জ
কান্নাভেজা বুক
দশফুটের ওই চৌখুপিতে
অনেকটা অসুখ …
রান্নাঘরে ফুটছে কপাল
সঙ্গে হাঁড়ির ভাত
সমঝে-বুঝে কদম ফেলি
নইলে কিস্তিমাত !!!
পান্তা ফুরোয় চাকুম-চুকুম
কাঁদছে নুনের ছিটে
একটা জীবন ফুলের মতো
দংশে হাজার কীটে
তবুও আবার সাধ জাগে আর
জাগছে মনোবল
একটা-আধটা দিনযাপনে
বেঁচে থাকার ছল !!!
ওটাই হবে জমাপুঁজি
ভরবো আবার দম :
হারবো না তো এ ময়দানে
সময় ভীষণ কম …