প্রবাসী ছন্দে বিজন বেপারী (বাংলাদেশ)

সামনে পুজোর দিন
শরৎ এলে কাশ ফোঁটে যেই
নদীর দুকূল ভরে,
উড়নচণ্ডী খোকার মনটা
থাকতে চায়না ঘরে।
খোকা বলে এইনা দিনে
দুগ্গা পুজা আসে,
মায়ের মুখটা দেখতে পেলে
দেখি সে যে হাসে।
সামনে পুজোর মধুর দিন সেই
ভেবেই শুধু মরি,
তাইতো এখন খোকাখুকি
জোগায় টাকাকড়ি।
খোকা বলে, চলো বাবা
আটচালাতে যাই,
মায়ের গায়ে পড়লো মাটি
নাকি দেখি তাই?