• Uncategorized
  • 0

হৈচৈ ছড়া/কবিতায় বর্ণজিৎ বর্মন

বল্টুর বাড়ি

ওই যে গাঁটি যাচ্ছে দেখা
সারি সারি তরুলতা,
সবুজ ঘাসে পথটি ছাওয়া
পরম সুখের মায়া মাখা ,
সেই গ্রামেই বিল্টুর বাড়ি
নেই কো বিবাদ , শান্তি আঁকা
মিলেমিশে পার দিনরাত্রি
সরলতায় মনটি ভরা
সকল প্রতিবেশীর
পুকুর যতো স্বচ্ছ জলের
হাঁস গুলি সেথা মাতোয়ারা ।
মাছরাঙা ওই ধারে বিলের
বগা-বগির গল্পে যারা-
সরপুঁটি আর মৌরালা ,
ওই যে গাঁ-টি যাচ্ছে দেখা
বল্টু ভাইয়ের আপন সে দেশ ,
রামধনু রঙ খেলছে সেথা
নীলপরীরা উরাচ্ছে কেশ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।