গদ্যানুশীলনে বসুধা বসু

দীর্ঘশ্বাস
রোজের মতন কলেজ যাওয়ার সময় মেট্রোতে উঠেছে তাতিন । জার্নির সময়টুকু উপভোগ করে সে গল্পের বই । গন্তব্যে নেমে সে উপলব্ধি করল ,কেউ তার পিছু নিচ্ছে । স্টেশন থেকে বেরিয়ে কেউ একজন নাম ধরে ডাকলো । “তাতিন কেমন আছো? চিনতে পেরেছ ?”
উত্তরে তাতিন বলল “স্মৃতিশক্তি ভালো তার বরাবরই আর আজ কলেজের অধ্যাপিকা তাই মনে তাকে আরও বেশী রাখতে হয় ।কিন্তু যেটা মনে রাখার প্রয়োজন নেই সেটাকে ঝেড়ে ফেলাই শ্রেয় ।”
মুখ ফিরিয়ে চলে গেল তাতিন ।
…………..প্রথম ক্লাসের শেষে স্টাফ রুমে বসে মনে ভিড় করল আট বছর আগের সেই দিন । তাতিন মিশুক কে বলেছিলো বার বার ।অনুরোধ করেছিল থেকে যাওয়ার জন্য ।পায়ে পরে ছিল থেকে যাওয়ার জন্য কিন্তু ঠিক এইভাবেই মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলো মিশুক ।
মিশুক অফিসের পথে ভাবতে লাগলো আগের সব স্মৃতি । কিছুতেই মানতে পারেনি যে তাতিনের আর তাকে মনে নেই ।
……………
দীর্ঘশ্বাস পড়লো দুজনের ।।