কবিতায় পদ্মা-যমুনা তে ডা.বেনজীর আহমেদ

এলোমেলো ভাবনা

আমি কি একা?
নাকি আমাকে জড়িয়ে
আরো অনেকেই আছে।
আমি কি শূন্য?
নাকি শূন্যের বাম পাশে
কোন সংখা আছে?
যে সংখ্যা –
আমি-কে আমাদের করেছে।
আমাদের উঠোনে জোৎস্না আসে।
আমরা আমাদের গায়ে-
জোৎস্না মাখি।
আমাদের উঠোনে আমাবস্যা আসে।
আমরা তখন গুটিসুটি হয়ে-
আঁধারের গায়ে লেপ্টে থাকি।
আঁধারের রঙ কালো
শোকের রঙও কালো।
দুঃখের রঙ লাল
বেদনার রঙ নীল।
কালো, লাল,নীল- এই তিনের মিশ্রণে
একটা কিছু হয়-
হয় বৈকি।
কিন্তু কি হয়?
আমার জানা নেই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।