মার্গে অনন্য সম্মান বীরেন আচার্য্য (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১৫
বিষয় – নারী নির্যাতন
তারিখ: ০৫/১০/২০২০

ধিক্ পুরুষ ধিক্

তুমি ঘুমাও কবিতা ! চিরঘুমে ঘুমাও ;
অনেক যন্ত্রণা সয়ে তুমি ঘুমিয়েছো ধরিত্রীর বুকে –
পাশব শক্তি করেছে ফালা ফালা ও দেহ
সৃষ্টির উৎসমুখ হতে বেরিয়ে আসা
জান্তব বীর্যে মেশা কালচে রক্ত দিয়ে ভরাতে চাইনা তোমার আমার ভাবনার নন্দনকানন ।
তুমি ঘুমাও কবিতা আমার ! আর জাগাবো না –
সৃষ্টির ঊষা লগ্ন হতে তুমি ছিলে প্রিয়া হয়ে ;
সেই ” উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী
মোরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গীবত গুঞ্জরী মালী ” ;
আজ একবিংশ কেড়েছে সেই ময়ূর পুচ্ছ
সৃষ্টির সৃজারে করেছে উলঙ্গ সভ‍্যতার পশু ।
উলঙ্গ নারীদেহ নিয়ে তো হয় না সুন্দরের সাধনা ,
উদগ্র বাসনার কামরসে ফোটে না পারিজাত পুষ্প;
ধর্ষণের গীতিকাব‍্যে বৈদ‍্যুতিন বিজ্ঞাপনে
রাজনৈতিক সুড়সুড়ি – যন্ত্রণা বাড়ায় ,কমায় না ;
বিচার যেখানে বিচারহীন কি হবে এ বাসরশয‍্যায়?
প্রতিবাদ! পরম নিশ্চিন্তে করে ভোটের হিসাব ;
বাৎসায়ন! আজ তোমার শিল্পের কি করুণ দূর্দশা
কামাক্ষা যোনী অম্বুবাচীতেই হয় অপবিত্র –
ধিক্ পুরুষ ! ধিক! আমার কবিতা ঘুমিয়েছে
অসহ‍্য যন্ত্রণায় তোমার একবিংশের লিঙ্গাঘাতে ;
ভুললে কি করে জননীও মেয়ে , ধরিত্রীও মেয়ে –
একজন করেছে লালন আর একজন পালন ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।