কবিতায় বানীব্রত

বাঁচা
ব্যার্থতার মোড়কে জীবন
ছুঁতে চায় সফলতার আদর
মেকি আলিঙ্গনে
হারিয়ে যায় সাজানো স্বপ্ন
জীবন্ত লাশ হয়ে থাকা
সময়ের কঠিন বেড়া জাল
জড়িয়ে থাকে দিনরাত
ঝুল জমে মনের অলিতে গলিতে
খোঁজার সময় হারিয়ে গেছে
অবিশ্বাস আর অবহেলার কাছে
হারিয়ে যাচ্ছ আগামীর ইচ্ছে
মরে যাচ্ছ বেঁচে থাকার সামান্য খিদে
তবু বাঁচা, জীবন এক মহাযুদ্ধের নাম।