কবিতায় বানীব্রত

যুদ্ধ আর ধ্বংস স্তুপ
দশ বছরের মেয়েটা ধ্বংস স্তুপে দাঁড়িয়ে
চারদিকে বোমার আওয়াজ গুলির শব্দ
কান্নার শব্দটা ফিকে হয়েছে
গালে শুকিয়েছে চোখের জলের দাগ
বাবা মা কোথায় বোঝার আগেই
আরেকটা আওয়াজ দুম….
ভয়ে জড়সড় হয়ে এক কোনে
সৈন্যদল উদ্ধার করছে এক এ-র পর এক
কারোর বাকশক্তি নেই বেঁচে আছে
কেউ বা ধংসস্তুপের নিচে মৃত
একটা পাথরের চাঁই সরানোর পর
মেয়েটা চেচিয়ে উঠলো… বাবা
সরিয়ে নিয়ে গেল মেয়েটাকে, সৈন্যরা…
মেয়েটা বলে উঠল মা কোথায়?
উত্তর নেই কারো মুখে
সবারই প্রাণ বাঁচানোর লড়াই।
চারদিকের রক্ত আর বোমের আওয়াজে
দেশ বছরের মেয়েটা ও নিস্তেজ হলো।