কবিতায় বানীব্রত

প্রেমিক বসন্ত
রজনী একটু সময় দাও
এক মুঠো ভালোবাসায় মুড়ে দেব
পলাশ শিমুলে রঙ ধরেছে ,
সেই রঙে আজ সাজবে তুমি
আবির গুলালও তোমারই অপেক্ষায়
সাজবে নিজের মতো করে, তাদের নিয়ে।
দেখেবো দূর থেকে,
পলাশ রাঙানো খোঁপাকে।
কাছে গিয়ে পরিয়ে দেব শিমুল মালা
ললাটে পরাব রক্ত করবীর টিকলি আর..
লাল আবিরের বিজয় টিকা।
বসন্ত, রাঙাও আমার রজনীকে।
ললাট চুম্বনে এঁকে দেব ভালোবাসার ছবি,
রজনী, সাজান বসন্তকে তুলে রেখো
তোমার মনের ক্যানভাসে আর
আমি রাখব আমার মনের ক্যামেরায় ছবি করে।
এইভাবেই আসুক বসন্ত,
তোমার আমার মনের মাঝে
থাকুক চির কাল।।