কবিতায় বানীব্রত

পাট ভাঙ্গা ভালোবাসা
পাট ভাঙ্গা ভালোবাসা
ললিত রাগের সুরে
গোধুলি উদ্ভাসিত
কপতের ডানায়।।
নিবিড়তার আলিঙ্গন
আঁধারের কুজ্ঝটিকায়,
সশাগড়া পৃথিবীর বুকে
শান্তির জয়োল্লাস।।
বসন্ত বাতাসে আবিরের আঁচল
অশান্ত মন নিবিড়তার খোঁজে
সাক্ষি শুধু রাতের জোনাকি
আর…. ভেজা বালিশ।।