গদ্যের পোডিয়ামে বনশ্রী

ফল্গু

নদীজন্ম ভাগ্য মেনে বয়ে চলি আপন খেয়ালে ৷ জলজ আমি ৷ ,তবু ঊষরতায় চাপা পড়ে শুকনো মন ৷ ৷
মেয়েবেলায় পৌরুষ ভালোবেসে ঝাঁপিয়ে পড়তাম পাহাড়ের পাথুরে পুরুষালি লোমশ বুকে ৷ যৌবনে প্রেম বড্ড বেশি শরীরঘেঁষা ৷সম্ভোগ তৃপ্ত দেহজ আনন্দে মাতোয়ারা আমার মধ্যে তখন হাজার বুদবুদের রঙিন নেশা ৷ দম্ভে চূর্ণ বিচূর্ণ নুড়ি ৷ ৷ আঙুলের ফাঁকে একমুঠো মিহি বালি ভালোবাসা ৷
ছায়ার সঙ্গে বোঝাপড়ায় নদীপাড় সহচরী ,,সুখটুকু কিনবো বলেই
বৃক্ষজন্মের ছাল বাকলের সাহচর্যে আকৃষ্ট ৷ নিজেকে উজাড় করে দিনান্তে আমার বুকে জমাট কালো রক্ত ছোপ দাগ, যন্রণা আঁচড় কাটে ৷ নৌকাজন্ম আপন ভেবে ভাটিয়ালির সুর উঠছে হৃদ অলিন্দের মাঝদরিয়ায় ৷ অকৃপণ হাতে তর্পণের জল দানে ব্যস্ত আমার শরীর ৷ ভিতর ভিতর নিশ্চুপে বয়ে চলা স্রোতস্বিনী আমি ৷ এক আঁজলা প্রেম আর ঘরবাঁধার স্বপ্ন নিয়ে হেঁটে চলেছি মেঠো আলপথ, জনপদ কাটিয়ে শত৷ব্দীর ইতিহাস সাক্ষী রেখে ৷ নিঃশর্ত ভালোবাসা ,সে অলীক ৷কবির কল্পনা ৷ তপ্ত অবগাহনে চিতাভস্ম জ্বলছে আমার চোখের তারায় ৷ যে আকাশ, বাতাস,মাটি আমার একান্ত আশ্রয় , একদিন মুখ ফিরিয়ে নেয় অজান্থেই, মুহূর্তে চালচুলাহীনা নিরাশ্রয়ী আমি ৷ চারকোলের ধোঁয়ায় অঙ্গারময় জলদেহ ৷
আগুনে পোড়া স্বপ্ন সহবাস ৷ চামড়াপোড়া গন্ধে আচ্ছন্ন ভ৷বিকাল ৷ অভিমানে আমি যে অন্তঃসলিলা ৷ গোছানো রংতুলির সংসার ৷ অদৃশ্য ভাবনায় মোড়কে জড়ানো আমার অতীত ৷ বর্তমান ৷ বহমান সময়ের কাঁটার মতো সত্য একরত্তি জীবনের গল্প আমার ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।