|| আগমনী সংখ্যায় || অনুশ্রী তরফদার

আগমনী

এক মুঠো ভোরের আলোয়
শিশির ভেজা শিউলির চাদর
গোলাপি সকালের পদ্ম ভরা পুকুর
হাজার হাজার সবুজের থালা পাতা বিলে
গুচ্ছ ভরা উত্তেজিত মন ,
উঁকি দিয়ে অহরহ বার্তা প্রেরণ
শরতের শামিয়ানা বিছিয়েছে সময়
বাতাসে গুঞ্জন –
সুর ছন্দ লয় কিসের বার্তা বয় ?
আশ্বিনের ঘ্রাণে কাশের হাসির দোলায়
সহস্র যোজন পথের প্রতীক্ষার শেষ
নৃত্যরতা জীবনের প্রতিকৃতি
সেরার সেরা উৎসবের উৎসব দুয়ারে
খুশির রোশনাই দিক দিগন্তে
প্রস্তুতি আজ শেষ প্রান্তে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।