দিনের পর দিন রোদে পুড়ে, জলে ভিজে,
মাঠে ফসল ফলায় যারা;
তাদের ঘরে আজ উনুন জ্বলেনি!
ফসলের ন্যায্য মূল্য না পেয়ে
যারা আত্মহত্যা করল দেনার দায়ে,
তাদের জন্য মাঠে মাঠে ভেসে বেড়ায়
ফসলের আর্তনাদ!
কৃষকের রক্তে লাল হয় যে দেশের মাটি,
সে কি আমারই দেশ?
কিন্তু আমার দেশে হয় কৃষকের জয়গান,
পালিত হয় নবান্ন উৎসব!
একদিন সব অন্ধকার ঘুঁচে গিয়ে
ফুটবে নূতন ভোরের আলো,
এই আশায় চাষীর বউ
আজও তুলসিতলায় প্রদীপ জ্বালে।