সাতে পাঁচে কবিতায় আবদুস সালাম

অরণ্য কথা
সবুজ অরন্যে চিতল হরিণ আনন্দে আত্মহারা
আচমকা বাঘ কামড়ে ধরে ঘাড়
সাফারিতে মত্ত বেগবান উল্লাস ক্যামেরাবন্দী হয়
ছিন্ন ভিন্ন হয় শরীর
আর্তনাদে বাতাস ভারী হলে
নিস্তব্ধতা নেমে আসে শরীরে
কাগজ ওয়ালারা আসে
ভিন্ন ভিন্ন আ্যঙ্গেলে ছবির হয় পটাপট
খবরের শিরোনাম জুড়ে লেখা হয় নিঃস্তব্ধ আর্তনাদ
পাটির বাবুরা আসে
বেলফুল দিয়ে সাজায় মিছিলের কর্মসূচি
শ্লোগানে শ্লোগানে কেঁপে ওঠে মহল্লার কুমারী অন্তর
হঠাৎ একদিন কাগজ ওয়ালারা প্রথম পৃষ্ঠায় ছেপে দেয় হরিণটাই নাকি বাঘের খাদ্য হতেই এসেছিল
ওরা না কি খাদ্য হতে খুব ভালোবাস।