কবিতায় বলরুমে অমিতাভ সরকার

নদীর ছুটির রাস্তা
মঙ্গলবার আমাদের স্কুলে হাঁসের ডিমের পিকনিক আছে
অনেকেই আছে, আবার…
মা সরস্বতীর হাঁস জল থেকে উঠে বাস্তবের পাগলা ডাঙায়
অভ্যাসের নদীতে চড়া পড়ে কবিতায় মুড়িমুড়কি সব একাকার,
মাঠ শুকিয়ে যাচ্ছে
ওষুধ জেনেও পথ নিরুপায়
সবার মনেই তো আগুপিছু আছে
ইস্কুলটা এখন শুধুই খাওয়ার জায়গা
বৃষ্টির জলপানিগুলো সিনেমার খিদের টাকায় আটকে
কবি লেখা ছেড়ে দশটা-পাঁচটা কাজের সন্ধানে
পৃথিবী ভাগ হতে বসেছে
চোখের দেখার ভুলে পরিস্থিতির সত্যিই আসলে কিছু করবার নেই
ঘরটা চটকদারির কুচ-কাওয়াজে ভরে গেছে
আমরা বুঝেও নিয়মের দোহাই দিয়ে গলা চড়াচ্ছি
শব্দের বেসুরো গানে ক্ষমতার অবিসংবাদিত যথেচ্ছাচার
বিদ্যার বিদ্যুৎ চুরিতে সময় দিশেহারা
ক্ষমতা যেখানে চাঁদা দিয়ে কারণের অসুখ মাপার বিজ্ঞাপন,
কষ্টেরও তো বয়স হলে রাগ হবেই।