কবিতায় বলরুমে অমিতাভ সরকার

রাগ-আশ্রয়ী
লেখাটা চার বছর আগের
কোনো একটা পেপারে বেরিয়েছিল
হাতে গোনা ক’জন ছাড়া কেউ তাকিয়েও দেখেনি
আজ আবার পোস্টটা দিয়েছি
হাজার হাজার লাইক, কয়েকশো কমেন্ট
অধিকাংশই অচেনা
অভিনন্দনের জোয়ারে ভাসছি আমি
ইচ্ছে করছে না, তবুও উত্তর দিচ্ছি
তাতেই এতকিছু
অক্ষরগুলোর থেকে কলমটা বড়ো হয়ে গেলে মুখগুলো সব পালটে যায়
বর্ণমালারা স্মার্টফোনের আলোয় নিঃশ্বাস ফেলে
গায়ে না মাখলেও বাতাসেই তো ধুলো
কত মেপে চলব
সব জেনে-বুঝেও কিছু বলা যায় না
ক্ষতি হয়, কিন্তু পথ্য কোথায়
না চাইলেও শরীরটা যে আমার।