সাতে পাঁচে কবিতায় আবদুস সালাম

ধর্ষিত ধন্যবাদ
বিপ্লবের গান বাজে অবিশ্বাসের পাড়ায় মিথ্যার অপভ্রংশে পালিত হয় ধন্যবাদ চড়াই-উৎরাই ভেঙে ভেঙে বিশ্বাস হাঁটে
জলের তলায় লুকিয়ে আছে আর্সেনিক
নিষিদ্ধ প্রান্তরে খেলা করে অবুঝ বিশ্রাম মৃত্যুরা শিখে গ্যাছে যন্ত্রণার ভাষা
ফি বছর 15 ই আগস্ট এলে ধর্ষিত স্বাধীনতার নবী করণ হয়।