গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

গতির অনন্তধারায় ঋষি

জীবন কাজের খরস্রোতা নদী। এখানে সুবিধা, প্রয়োজনের বিস্তীর্ণ বালুরাশিতে মনের মাটিটাই আর ভালো করে দেখা যায় না। চিন্তায় চড়া পড়ে গেছে সংস্কারের ভঙ্গুর লোকাচারে। যা দেখছেন তা অনেক সময়ই ঠিক না, আবার যা দেখছেন না, পরে বুঝলেন সেটাই বহুলাংশে ঠিক। স্বার্থের পাগলামির এই পেশাদার নাট্যমঞ্চে কমবেশি সবাই শিল্পী। আর শিল্পীদের কথায় একদম বিশ্বাস করবেন না। এমনকি আমার কথাতেও নয়।

শিল্পীরা বাইরেও শিল্পী, ভিতরেও শিল্পী। কোমর আর গতর শেষ হলে জানবেন ভালোবাসার আনন্দ সংসারেও আপনার প্রয়োজন জীবনের সান্ধ্যবেলায় এসে নেমেছে।

আমরা কবিরা বড়ই একা নিঃসঙ্গ, একাই এসেছি, একাই চলছি, একাই চলে যাব।

নিজের সৃষ্টির সঙ্গে কথা বলুন। নিমগ্ন থাকুন অন্তরের অচল সাধনায়।

‘যোগঃ কর্মসু কৌশলম্।’

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।