T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় অমিতাভ সরকার

অক্ষরের সবুজ অক্ষরেখায়
ভাষা যেখানে আবেগ
সেখানে এগারোটা নাম শুধুই কিছু অর্থ বুঝিয়ে পার পেয়ে যায় না
অক্ষরের সোনার ধানের বীজে ঢেউ খেলানো বাতাসে জীবন জীবিকা আলো এক মুঠো ভালোবাসা -যার দরকার থাকা না-থাকার সবই আজ এতদিন পরে প্রবাসের সেই জায়গাটাকেও সারা বিশ্বের কাছে চিনিয়ে দেয়
তারা আজ নেই, বাড়ির লোকেরাও তাদের ভুলে যেতে পারে, কিন্তু ১৯ শে মে দিনটার কাছে আজও সাদা কালো অস্পষ্ট অতীতের কাছে বর্তমান, ভবিষ্যৎ মাথা নোয়ায়
এক সংযত আবেদনে সাক্ষী থাকে মুহূর্ত -ভাষা এখানে মা,
মাকে বাদ দিয়ে কেউ কোনোদিন কোনো বড় কোনোকিছু করতে পারেনি, পারবেও না
এরা আজও এত ভুলের মধ্যেও
অবিচল, নির্ভুল,
যা হয়েছিল সেখান থেকেই নতুন পথের শুরু, চলতে গেলেই বারবার ভাবতে হয়, থামতে হয়, মাথা নিচু করতে হয়, ভালোবাসতে হয়,
বাংলা বানানগুলোও বানিয়ে না লিখে আবার শিখতে ইচ্ছে করে
দুধ চিঁড়ে কলা মাখানো কষ্টের উপহারে আজও যে রক্ত লেগে