কবিতায় অনিন্দিতা সেন

বসত
দরজা খুলে যায় কি এমনভাবে
ভিতর থেকে কেউ না দিলে ডাক,
নক্সীকাঁথায় মনটা সংগোপনে
মুড়ে রাখার প্রগলভতা থাক!
নদীর পাশে হেঁটে চলার সাথে
শুকনো পাতায় মাড়িয়ে যাওয়া দিন,
কিচিরমিচির কোলাহলে টানে
বনস্থলীর সম্মোহনী বীণ!
আবেশমাখা সুখ থৈ থৈ মায়া
কাটিয়ে ওঠার দারুন উচাটন,
এলোমেলো ছন্নছাড়া কথা
শক্ত করে দেয় যে কষে বাঁধন!
মন তবুও নদীর পাশেই থাক
ঢেউয়ের তালে স্বচ্ছ কাঁচের স্রোত,
নোনা ঝিলে নেই তো কোন নালিশ
শিকড় – মাটি- আকাশ – জলের বসত!