গারো পাহাড়ের গদ্যে অমিতাভ সরকার

শ্রদ্ধাভাজনেষু

আপনার সাথে কিভাবে আলাপ সে কথা আজ ঠিক মনে নেই। লেখা পাঠাতে গিয়েই হয়তো।

কথা হয়েছে অনেক পরে।

তারপর দেখা, বেশ কয়েকবারই।

প্রয়োজনে অপ্রয়োজনে মনের নিবিড় চলভাষে আলোচনাও হয়েছে, তবে তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সময়ে কথা বলতে না পারলেও আপনি আজও সময় সুবিধামতো রিং ব্যাক করেন। তাও আপনার মতো করেই। আপনি বলেই হয়তো সেটা সম্ভব। সময় আপনাকে আজও স্যালুট জানায়।

তবুও আজও কথা বলতে গেলে
আমি আপনার মধ্যে আমাকে হারিয়ে ফেলি।

কোনো সঙ্কোচবোধ হয় না। নিজের মানুষের কাছে আর কিসের ভয়!

 

কিন্তু রতি ছন্দ সত্যিই আজও শিখে উঠতে পারি নি।

আজ আপনার জন্মদিন। এর আগেও এই ক’বছরে আপনার কমপক্ষে ছয়শ বার জন্ম হয়েছে। আপনাকে নিয়ে আলাদা করে আর কী লিখব।

সিদ্ধার্থ ভগবান বুদ্ধের আরেক নাম।

আমি অমিতাভ। সাধকের ছায়ায় আলো পেয়ে আমিও আজ অভিভূত।

যাদের ভালোবেসেছি, কোনো শর্তেই সেই ভালোবাসা আর হারাতে চাই না, অনেক দুঃখের পরেও না।

আনন্দে থাকুন। সৃষ্টির আরেক নামই যে আনন্দ।

Spread the love

You may also like...

error: Content is protected !!