|| সাহিত্য হৈচৈ – সরস্বতী পুজো স্পেশালে || অনিন্দিতা শাসমল

শ্রীপঞ্চমী ভ‍্যালেনটাইন !

মনে পড়ছে ? মায়ের শাড়ি ?
পুজো প‍্যান্ডেল ? স্কুল বাড়ি ?
কত হৈ চৈ আগের দিন !
সবাই মিলে তা ধিন ধিন ।
উঠোন ধোওয়া,আলপনা ,
বাজার করা,ফল কেনা ,
বেনে দোকান, মাটির ঘট ,
তীরকাঠি ,আর দেবীর পট
পান সুপুরি ,গুড় চিঁড়ে ,
শিকল তৈরি ,কাগজ ছি়ঁড়ে।
বিকেল হলেই ,রবিদার ট্রলি ,
কুমোর বাড়ি, ঠাকুর তুলি।
মুখ বাঁধা সেই দেবীকে ছুঁয়ে ,
প্রণাম সারা,মাথা নুইয়ে।
সন্ধে নামলে বাড়ি ফেরা ,
শ্রীপঞ্চমীর ভাবনা সারা।
ভোর চারটে ,অ্যালার্ম দেওয়া ,
লেপ ছাড়বো ? ঠাণ্ডা হাওয়া।
কাঁপতে কাঁপতে শ‍্যাম্পু দিয়ে ,
বেরিয়ে পড়া চুল উড়িয়ে।
হোঁচট খাবি…হিল তুলে !
সাবধানে যাস ,শাড়ি সামলে !
কে শোনে আর মায়ের কথা ?
দেরি হচ্ছে ,চল রে মিতা।
পূজোর জোগাড় ,ফল কাটা ,
মকর হবে, চাল বাটা ,
ধুনো দেওয়া আর ধুপ জ্বালা ,
এগিয়ে দেওয়া ফুলের মালা ।
ভক্তিভরে অঞ্জলি শেষ ,
পাতার ঠোঙায় প্রসাদও বেশ !
দেরি হলেও তিনটের আগে ,
মন বিন্দাস খিচুড়ি ভোগে !
তারপরে তো আসল মজা,
ব‍্যর্থ হয়ে প্রেমকে খোঁজা ।
ঠাকুর দেখার ছল করে ,
পাশের স্কুলে ঢুঁ মেরেও..
মনের কথা হলোনা বলা ,
থমথমে মুখ,ফিরে চলা !
ইস ! যদি হত প্রত্যেক দিন ,
বাঙালির এই ভ‍্যালেনটাইন !
মেয়েবেলটাই এমন স্বাধীন !
স্বাধীন আমরা,আমরা স্বাধীন!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।