কবিতায় বলরুমে অমিতাভ সরকার

নির্বাক
ভাবতেই পাচ্ছি না
পশুও এমন করতে পারে
কতটা নামলে তবে এরকম একটা
শুনেই কী রকম চাপা কষ্ট
এর থেকে খারাপ আর কিছু হয়
এবার ঘরে ঘরে দশভুজার জন্ম হোক
দধীচির শরীর থেকেই অস্ত্র তৈরি হোক
ঈশ্বর অপেক্ষা করছেন
মানুষের মধ্যেই তিনি
মনটা নোংরা হলে মাটির দোষ দিয়ে কেউ কি পথ দেখা বন্ধ করে দেবে
স্কুলের প্রেমকাহিনী লেখার সময়
এখন নয়
আসুন, কলমে কলমে অক্ষরের দূর্গ গড়ে তুলি
ভুজুংভাজুং অনেক তো হলো
এবার সত্যিকারের ভালোমতো একটা কিছু হোক
দরকার হলে সবাই জোট বেঁধে…
মুখে বলে সব হয় না
রাত তো আবারও আসবে
চিন্তাটা কারো একার নয়
গাছের সংখ্যাই যেখানে এত কমে গেছে, সেখানে ছায়া, বাতাস -এসব কি যন্ত্রের কাজ, না সেটা চিরকাল সম্ভব
সবুজ আরও বাড়ুক
চোখের আরাম হবে।