কবিতায় বলরুমে অমিতাভ সরকার

রামধনু মন
বাড়িঘর উঁচুতলা মুখ তুলে জোটে,
বর্ষা আকাশ ঘরে রামধনু ওঠে।
বারান্দা দরজায় একা চেয়ে আঁখি,
চেয়ে আছি একমন, কথা আজ বাকি।
তুলো-মেঘ পর্বতে ভিড় চারপাশে
গাছপালা ঘরবাড়ি প্রাণখুলে হাসে।
এইভাবে চেয়ে থাকা বিকালবেলায়
মন আজ রামধনু, নূতন খেলায়।
কিছু বাদে আকাশেতে কালো মেঘ ঘেরে,
অবুঝ এ মন যেন শৈশবে ফেরে।
এভাবেই ঘোরাফেরা মেঘেদের সাথে,
তারপর ফিরে আসা সময়ের হাতে।
সহসাই যেন আজ বিকেলের মাঝে,
পুরাতন এল সে যে নূতনের সাজে।
প্রকৃতির ছবি যেন পুরাতনী সুর,
ওপারে স্বজন আজ,ওই তারা দূরে।