Women’s Issue Feature Poem By অনিন্দিতা শাসমল

নারী দিবসের চিঠি
তোমার জন্য সারা আকাশ, মোম জোছনার হাসি,
তোমার জন্য চিরকুট লিখি–খুউব ভালোবাসি।
তোমার কাছেও এই কথাটি শুনতে চায় মন,
তোমার বুকে শান্তির ঘুম,ধন্য নারীজীবন।
বন্ধু হয়ে থাকলে পাশে– আমি,আমি নির্ভয়..
সব বাধা পেরিয়ে ঠিক, বিশ্ব করবো জয়।
পলাশ ফোটা দশদিগন্তে,আঁচল উড়িয়ে দিই..
সারাবছর বসন্তদিন,মন দিয়ে মন ছুঁই..