কবিতায় বলরুমে অমিতাভ সরকার

খেলা শেষের আগে
কলমের ধার কমে ধুলো নি:শেষ
বুঝিনা কোনটা ঠিক কোনটা বা ভালো
বিশ্বাস ভুলের বিষে আজ পরিবেশ
ভাবনার মাথাব্যথা পথটাও কালো
আকাশে কথার ভিড় নানান দুর্ভোগ
সমস্যা বহুলতা ত্রুটি, নীতি বর্জন
হাঁটুর বয়সে জ্বালা চারপেয়ে লোক
আলোর মাটির পরে ফেরে কয়জন
কিনব বাঁচার ভাষা পৃথিবী তাও সস্তায়
চিন্তার মন চেনা এখানে তো কঠিন
ইচ্ছে এগিয়ে তবু শেষে গিয়ে পস্তায়
জীবন কাগজ পুজো সুবিধা প্রোটিন
বেশি খেলে অহমিকা ভুলে বেড়ে যায়
ভালোর লড়াই বেশি শুধু অবহেলা
হঠাৎ বেরিয়ে পড়ে,আবারও ব্যথায়
কাজ শেষে ঘরে ফিরে সেও একেলা।