কবিতায় পদ্মা-যমুনা তে অমিতাভ সরকার

শ্রুতি
সেই কবে থেকে কথাদের পথ চলা শুরু।
অনেক দূরের মত,মনোনীত হয় না সে কোনোদিন।
বুদ্ধিরা কাজ করে স্বার্থ সমর্থন ভিড় কাড়ে দলাদলি খুশি জনমত।
কন্ঠ আমার রোদ ক্লান্ত নিদাঘ মেঘ চাতকের পথ চাওয়া বারবার।
সত্য দ্বাপর কলি ত্রেতা এসে ক্রেতা সাজে এখানে।
রাত্রি আঁতুরঘর জোনাকির পাঠশালা পড়াশোনা মন বোঝা সব আজ এই অনলাইনে। টাফিকের জ্যামজট সিগন্যালে রোজ থামে লোভ গাড়িটা।
চলার চলতি ব্যথা কানে বাসা ধুলোময়লা
কাজ শুরু সেই হাওয়া মেঘ হাঁটা খেলনা গাড়ি;
গাড়ি ধোঁয়া দূর থেকে হেসে বেশে দূর ভেসে যায়।
কথা শোনা আজও সেই চলছেই।