কবিতায় বলরুমে অমিতাভ সরকার

মেঘের কলোনী মোড়ে
জীবিকার পা-য় চাকা শনি সোম বুধ
বাতাসে কালোর ধুলো ক্ষোভ চারিদিক
মরমে গরীব মরে পরকালে ভূত
দায়িত্ব সুবিধার প্রাপ্যটা দিক
চিন্তা রাস্তা দিয়ে আড়িভাব খেলা
বুদ্ধির বেশি কথা শক্তি কমায়
সপ্তাহে শেষ ছবি রবিবার মেলা
মেঘেদের পোড়ো বাড়ি গরু ঘাস খায়
বয়সে হলুদ লেখা ছুটি নীল বনে
কথার সবুজ ভাষা বোঝে অনেকেই
সাধারণ লেখা তবু স্থান পায় মনে
মানুষের হাতে আজ কোনো কাজ নেই
সময়ের জীবনটা রাগী তৎপর
ভুলের আগের কথা মিথ্যে তো নয়
অভিমান জমে ক্ষীর পাকা দেখা ঘর
ভালোবাসা সের দরে বিক্রি যে হয়
ফুলের আবেগ চড়া, কাগজ গরম
কবিতা পড়ার লোক বাজারে যে কম।