সাতে পাঁচে কবিতায় আবদুস সালাম

সময়
ব্যস্ত দিন পার করে অবশেষে মৃতযুগের ধ্বংসাবশেষের পাদ দেশে উপস্থিত হয়েছি
ব্যস্ততম ব্যস্ততাগুল কোয়ারেন্টনে বন্দী
সময়ের ওপার থেকে ভেসে আসছে কান্নার গান
কঙ্কালেরা হেঁটে চলেছে নির্ঘুম বস্তির দিকে
নীরব আশাগুলো মুখ গুঁজে পড়ে আছে সময়ের বারান্দায়
সকাল সন্ধ্যায় পাখিরা মনের কথা কয়
সবুজ অরণ্য নিধন চলছে অবিরত
বিশ্বাসের অপেক্ষায় মৃত বিবেকেরা ও
জলকেলিতে মগ্ন
এক একটা যুগ এভাবেই পেরিয়ে যায় আর আমরা মৃতবৎ জেগে থাকি।