কবিতায় বলরুমে অমিতাভ সরকার 

টি টোয়েন্টি ২০২৪ ফাইনাল

টি টোয়েন্টির ওয়ার্ল্ড কাপে

ব্যাটে-বলে মহারণ,

টানটান এক উত্তেজনায়

লড়াই সে ভীষণ।

এমন খেলা দেখার জন্যে

অপেক্ষা দিনভর,

অনেক চেষ্টা,পরিশ্রম আর

সঙ্গী মনের জোর।

ফিল্ডিং- তাও অসাধারণ

সূর্যের কী ক্যাচ,

যাদব, শিবম সবাই মিলে

জমজমাটি ম্যাচ।

রোহিত শর্মা করিতকর্মা,

পন্থেই শেষ নয়,

প্যাটেল, পাণ্ডে, বুমরাহ, সিংহ,

বিরাট -বিশ্বজয়।

 

 

 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।