অগ্নিস্রোতে পোড়ছে জীবনের জয়গান
অস্তিত্ব ভুলে চলছে অভিনয়-শ্লোগান।
ফুসফুস -শিরা-উপশিরা পেরেকবিদ্ধ জীবন
কিভাবে মিলবে কাঙ্খিত প্রত্যাশা!
ক্যানেল-সুড়ঙ্গ পথে চারুকলার অঙ্কিত চিত্রকলা
কিভাবে সাজবে পূর্বপুরুষের মেলা!
এ সবই ভণিতা খেলা, এ সবই অভিনয়
খণ্ডিত জমিন-খণ্ডিত জীবন বিচ্ছেদ ভরা,
চতুর্দিকে ঘোলাজলের জয়মালা।
উল্লাস-উচ্ছৃঙ্খল রাত্রিভরা,দিনও একই খেলা;
সমুদ্রকাল চলতে পারে সূর্যশাসণ!
তাহলে কী ভোর আর হবে না কোনদিন?
হতাশ হইও না কোকিল,
হয়তো হবে, রক্তাক্ষরে যেদিন লেখা হবে ইতিহাস
সেদিন আবার জয়ধ্বনি বেজে উঠবে
উঠবে উচ্চঃস্বরে শ্লোগান
এ বাংলা তোমার-আমার
এ বাংলা জনগণের।
মুক্তমালা, শেফালি-জুঁই-মোরগফুলের হাসি,
চন্দ্রমল্লিকা,বৃষ্টিভেজা স্বাধীন মেয়ে,গাছের ফাঁকে কোকিল ডাকা ভোর, জলের মিছিল -কলের মিছিল,
মিছিল শহরের।- যৌবনভরা বসন্ত দুপুর;
বলবে কথা, বাংলা আমার জয়বাংলা।