কবিতায় অর্ঘ্য রায় চৌধুরী

বৃষ্টি গোপনের গল্প
এলোমেলো ঝড়
কী বা তারপর?
আকুল বাতাস
একটু আকাশ?
শুকনো পাতা
আকাশ ঢাকা?
না না আর মেঘ
এই তো আবেগ
আবেগের ক্ষণ
কী হলো তখন?
এলোমেলো ঝড়
আর তারপর?
শুকনো পাতা
একটা কথা
কথাটা কিসের?
ওই যে ঝড়ের
ঝড় তো ছিলোই
থামলো কখন?
আকাশ যখন
চোখের শ্রাবণ
করলো গোপন
করলো গোপন।