T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় অর্ঘ্য রায় চৌধুরী
by
·
Published
· Updated
আকাশের টেবিল
একটা পথ কলকাতা থেকে
লাল মাটি, খোয়াই ছাড়িয়ে চলে গেছে
ভোরের আলোয়, উপাসনাগৃহে তখন
উপনিষদের সুর
রাত্রি গভীর হলে আকাশ ভরা তারার
টেবিলে এক অনিন্দ্যসুন্দর কবি লিখতে বসেন
সুরেরা মহাবিশ্বের মহাকাশে গান হয়ে বেজে ওঠে
সে এক আনন্দধারা
অসীমের ছবি
বর্ষনমুখরিত রাত্রির বুকে
অন্ধকারের মগ্ন খেয়াতরী
আশ্চর্য কিছু জ্যোৎস্না রাতে
কৃষ্ণকলি এসে দাঁড়ায়
বিভঙ্গে তার মাতাল সমীরণ
হাওয়ায় উড়ছে বসন্তের আঁচল
খোয়াই ছাড়িয়ে নীল দিগন্তে
ফুলের আগুন লাগলে
মোহন একতারার সুরে
উড়ে আসে অশান্ত এক তরুণ
আর জোড়াসাঁকো থেকে একটা আলো
ছড়িয়ে পড়ছে খোয়াই হয়ে সোনাঝুরির বুকে।