কবিতায় পদ্মা-যমুনা তে আবদুর রাজ্জাক

না না তোমাকে বলিনি
সখি আমার ভালোবাসার সনদ গ্রহণ করে
আমাকে ধন্য করেছে,
কিয়ের ভয়, হাওয়াপাখি উড়ে যায়, আরাম আয়েসে।
মেঘেরাও বলেছিলো, আকাশ নীল,
আমিও বলেছিলাম আকাশ নীল, কিন্তু দু’য়ের বলা এক হয় না।
যা কিছু নিঃশব্দ তার সবকিছু শব্দপ্রবণ,
হাওয়াপাখি বললো: না না আকাশ সম্পূর্ণ নীল না,
তারাখচিত কিছু শাদাও রয়েছে,
একটি নক্ষত্র আকাশ —-
ত্যাগ করে তোমার নীড় সন্ধানে গিয়েছে।
তোমাকে বুকের ভেতরে কতো কতো ছবি আঁকি নিত্য অহংকারে, তুমি কি জানো! তোমাকে বুকের
বাম পাশে রেখে কতো দীর্ঘশ্বাস গোপন করেছি, কিছু দীর্ঘশ্বাস আকাশে উড়িয়ে দিয়েছি।