কবিতায় পদ্মা-যমুনা তে আবদুর রাজ্জাক

রৌদ্র কিরণেমাখা একটি অদ্ভুত সকাল

ঋতুময় জীবনটা একটা সুন্দর বাগান,
তোমার আয়না ঘরে প্রায়শ বৃষ্টি পড়ে, তন্দ্রায় আমি তোমার
ভেতরে শুধুই ভালোবাসা দেখি। অর্থাৎ——-
তোমার মনে যা উদয় হয় তাই তুমি বলে যাও।

ধু ধু প্রান্তর, আমি একা জমির আল ধরে হাঁটছি,
এগুলো আমাদের জমি নয়, অন্যের।
কোনো কালেও আমাদের জমি ছিলো না্, বাবা বর্গাচাষীও ছিলেন না,
দিন মজুরের ভাগ্য পাওয়া বাবা এক টুকরো জমির স্বপ্ন
কখনো দেখেন না।

পাতাঝরা কাল, মেঘ ডাকে অহরহ,
শরতের মেঘ, ঘুঘুডাকা ছায়াগুলো——-ভুল নয়,
স্মৃতিগুলো সতেজ, সহস্র আলপথ মাড়িয়ে, দুপুরের দিকে এসে
একটি সাঁকোর কাছে দাঁড়াই,
শব্দহীন, শীতল বাতাসের মুগ্ধতা —— অদ্ভুত মনে হয়।

শিশির পরার কালেও আকাশ এখানে নীল হয়ে থাকে,
এ এক আশ্চর্য কুহক, প্রাণজুড়ানো হাওয়া শরীরে মেখে, সকাল যেন
এখানে স্থির হয়ে রয়েছে। শুভময় আমাদের গ্রাম, আমার ঘর।

Spread the love

You may also like...

error: Content is protected !!