T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় আবদুর রাজ্জাক

কী এক অসীম শূন্যতার ভেতর হাওয়াকল ঘুরছে
তোমার জন্য শত সন্ধ্যা, শত নক্ষত্র ভালোবাসা,
শত অন্ত অভিধা সাজিয়ে রাখার পরও তুমি
অদৃশ্যেই থেকে গেলে।
খুব দেখতে ইচ্ছে করে, এবারের পুজোয় দেখা হতে পারে এইরূপ প্রত্যাশায় রয়েছি।
কবিতায় থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলে,
তোমার ঘুম আমার ভালোবাসা কেড়ে নেয়ার পর জীবন তুচ্ছ না হয়ে উজ্জ্বল হয়েছিলো।
আমাদের উঠোন বাগানে একটি চাঁদ উঠেছে, তুমি সেই আনন্দচাঁদ,
তোমাকে পেরিয়ে যাওয়া মেঘের শিখার আগুন আমাকে অতিশয় আর্দ্র করেছে।
তোমার ভেতরে যে শুয়ে রয়েছে তার কোনো জটিলতা নেই, সে সরল ও এক রৈখিক।
ফুল ফুটেছে, পাপড়ি ঝরেছে আমি তোমার এই পবিত্রতাকে প্রণাম করেছি, মমতা এবং ভালোবাসায় আমাকে তুলোধুনো কোরো না, সিক্ত কোরো না।
বাতাসকে যতই ভারী মনে হোক, তমস্বিনী! তোমাতে আমার অনেক আনন্দ রয়েছে।
দেখা হলে ——
আমার আনন্দের সবটুকু দিয়ে দেব তোমাকে।