কবিতায় বলরুমে অতুল রায়

বন জ্যোৎস্নায় শিশির…
এই অভিলাষ সূর্য্য সকাল থেকে ,
সোনার আলো গায় মেখে–
মনের মর্মে মায়াবী মেলায়…
থাকা ভালবাসার মাহেন্দ্রক্ষণ অপেক্ষায়,
বনজ্যোৎস্না বেলায় ফুল ফাগুন খেলায়,
রোদ যখন স্নিগ্ধতায় শিশির হবে,
গলে যাবে স্বপ্নালু করুণার জলে,
আপৃথ্বী শরীর মন সিক্ত হবে মুগ্ধতায়।
শিহরণে যখন আকাশ কাঁপায়..
কিছু তারা খসে যাবে নীল দ্যুতি নিয়ে
পাহাড় আকুতির আগে
সাগর উঠবে দুলে কল কল ধ্বনিময়…
জ্যোৎস্না জলে ডুবে যাবে
কে যে কার বুকের মাঝে!
আছে নিহিত নিঝুম অন্তরীণ মূর্ত্ত মহিমায়
অনুভূতির সত্য অনন্ত অজানায় …!