কবিতায় পদ্মা-যমুনা তে আবদুর রাজ্জাক

অশ্ব ও কবুতরের গতি নির্ণয়ে
নির্ভয়ে তোমার হাত ধরে থাকবো, যেন দ্বিধা-দ্বন্দ্ব
তোমাকে ক্লান্ত না করে। বসন্ত হলো না, কবিতা হলো না,
জ্যোৎস্নাহারানো নিশিতের ঘুম হলো না।
সে কবিতা বোঝে না——
বাতাসে ধূলির উৎসব, পথে পথে কুহু উৎসব,
ধূলিস্নানের পুষ্পকন্যা তরু-তমালের ছায়ায় নৈশ নিদ্রায়,
ভুলে যাওয়া কঠিন হলেও মনে রাখা সহজ,
মেঘমল্লিকা পংক্তিসমূহ শুভ্র রশ্মিতে পরিণত হবে।
না খেলেও জিতেই যায় কেউ, কাছে থেকেও——দূরে যায় কেউ।
আমি তোমাকে কখনই দুরে যেতে দিইনি।
আমার শব্দপিপাসা মার্জিনে রেখে——এক শব্দসন্যাস লুম্পেন
না-হয়েও শুভ্র হয়েছি।
হাওয়ায় কেঁপে কেঁপে উধাও হয়েছে, মৃত্যু নটবর।
মহিমাকে জিগ্গেস করেছি, এক বুক প্রশ্নের শ্যামজ্বর তোমাকেও
কাহিল করেছে?