সাতেপাঁচে আজ অর্ক রায়

রাধিকা সংবাদ
দূর হতে ভেসে আসে সুর লহরী
জাহ্নবী তীরে আমার বুক চিরে
সে কোন বিভাবরী?
চন্দ্রালোকিত পথে হাঁটিতে নিশিথে
হীরক চূর্ণ রক্তাক্ত পাদপদ্মে অজানা আবর্তে
ঘুরে মরে, বলে মরণ ডাকিছে আমায়।
বিষাক্ত এ মন রে নীল রঙে রাঙায়।
চলেছিল পথে, জ্বলেছিল তারা, কেন দিশেহারা?
তার আসার অপেক্ষায় আমার হৃদয় পাগলপারা।
শুকনো পাতায় কিসের আওয়াজ শুনে?
মনে হয় বুঝি এলো এতদিন গুনে।
বিনিদ্র রাত্রি শেষে ফিঙের ডাকে আলস্যের ভোরে
কোন অজানায়? কার আঙ্গিনায়? নিল আপন করে।
সবেধন নীলমণি আমি জানি যত কানাকানি
হয়েছিল, সাত সমুদ্র পারে তার মানহানি।
ঢেউ এসে দেয় তাল আকুলি বিকুলি করে আছড়ে পড়ে।
বলে নাও আমায় আর পারি নে শুকনো সাগর পাড়ে।