Any beverages you want ma’am?
-আমার ছেলে ডাল ভাত বুক করে দিয়েছিল।সেটাই দিন।
-Can you show me your boarding pass ma’am?
-হ্যা।এইতো,দেখো আমার ছেলে ডাল ভাত বুক করে দিয়েছে।
-Sorry ma’am ! There is no pre booking meal in your boarding pass.You can purchase anything from us.
– কী বলছো।
পাশের সিটে বসে থাকা প্যাসেঞ্জার কে কুনী মেরে নীনা দেবী বলেন,”দেখো না আমার বোর্ডিং পাসটা।আমার ছেলে কাল রাতে বললো,ডাল ভাত বুক করে দিয়েছে।এরা কি সব বলছে।”
বলে বোর্ডিং পাসটি এগিয়ে দেয় মৌমিতার দিকে।
অনেকক্ষন ধরে একসাথে ট্রাভেল করার দরুণ কিছু সৌজন্য বিনিময় হয়েছে দুজনার।
আর যাত্রায় তো সহযাত্রীই আপন হয়।
ভালো করে বোর্ডিং পাসটি নিরীক্ষণ করে দেখে বুঝলো কোনো প্রি বুকিং মিল নেই।
সত্তরের কাছের নীনদেবীকে সেই কথা বলতে গিয়ে খুব বাধলো।
সেই কখন থেকে না খেয়ে বসে আছেন।কোলকাতা থেকে চেন্নাই হয়ে ব্যাঙ্গালোরে যাবে।যদিও ডিরেক্ট ফ্লাইট ছিল,কিন্তু ,কেন যে হপিং করে দিলো,কে জানে?ফলে তিন ঘণ্টার জার্নি পাঁচ ঘণ্টা লাগবে।এদিকে নীনা দেবী ডায়াবেটিক পেশেন্ট।বউয়ের ডেলিভারি হবে,তাই ব্যাঙ্গালোরে যাচ্ছেন।
-আন্টি,অন্য কিছু খান।আমি জিজ্ঞেস করছি।
-Excuse me ! What do you have with you?
-Only vegetable sandwiches ma’am and smoked almond.
For drink, we have two variety of pepar boat.
What do you like to have ma’am?
-আন্টি,স্যান্ডউইচ খান।
-ব্রেড আমার সহ্য হয় না,তাই খেতে পারি না। দাঁতের জোর নেই,তাই আলমন্ড খেতে পারবো না।সুগার আছে তাই পেপার বোট কি করে নেই?
ডাল ভাত নেই?
–
No ma’am ! We are sorry.We don’t have Rice and Dal.
-আন্টি,আমার থেকে খাবার শেয়ার করুন।
মা বানিয়ে দিয়েছে,আলুর পরোটা।
-আমার আর মা কোথায়? সকালে সবার জলখাবার বানাতে গিয়ে এত্তো দেরী হলো,টিফিনটা প্যাক করবো ভেবেও ভুলে গেলাম। চিন্তা ছিল না,জানি ,ছেলে ডালভাত বুক করে দিয়েছে,খেয়ে নেবো।তোমার খাবার তুমি খেয়ে নাও।আমি বিস্কুট আর জল খেয়ে নিচ্ছি।ব্যাঙ্গালোরে পৌঁছালে বৌমা নিশ্চয়ই ভালো খাবার বানিয়ে রাখবে।
আর তো মোটে দু ঘণ্টা।তারপরেই তো ব্যাঙ্গালোরে ।
চোখ বন্ধ করে থাকি,সময় কেটে যাবে।