কবিতায় অনিন্দ্য পাল

জন্ম ১৯৭৮ সালে, দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি তে। বাবা পরলোকগত বিশ্বনাথ পাল। মাতা অনিতা পাল। শিক্ষা - পদার্থবিদ্যায় সাম্মানিক স্নাতক, বি এড। পেশা - তাড়দহ হাইস্কুলের শিক্ষক। লেখা লেখি শুরু কলেজের দিনগুলোয় যদিও প্রকাশ অনেক পরে। স্থানীয় অনেক লিটল ম্যাগাজিন এ লেখা প্রকাশিত হয়েছে। সুখবর, নিউজ বাংলা, উৎসব, অপদার্থের আদ্যক্ষর, শ্রমণ , বার্ণিক, অন্বেষা, অর্বাচীন, মুখ প্রভৃতি পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। সাপলুডো নামে একটা পত্রিকার সম্পাদনা করেন। "তোর মত হলে অন্ধকারকেও ভালোবাসি", "জলরঙের ওড়না " ও "সমুদ্রে রেখেছি সময়" , "আমি এসেছিলাম" নামে চারটি কাব্যগ্রন্থ আছে।

পকেটে কে!

আমি রাত্রিকে বুকপকেটে রেখে উঠে এলাম
মেঘমানুষের চিলেকোঠায়
সেখানে তখন ফ্যান্টম রোমান্স
সমস্ত রাত দেনাপাওনার হিসেব, অতএব
এখন কসমিক লুডো খেলা
সেখানে মন বসলো না তাই কম্পাস দেখে
ভেসে গেলাম অন্য বাড়ির ছাদে
হঠাৎ কি ভাবে বুকপকেটে রাখা জমাট অন্ধকার
একলাফে আমার সামনে, তারপর
ছড়িয়ে পড়লো ‘প্রতিশ্রুতি’র মত সবদিকে
হো হো হাসিতে ফেটে পড়লো কেউ একজন
বিরক্ত হয়ে দেখি ,
চাঁদ !
তৎক্ষণাৎ অবাক হয়ে দেখলাম আমার জিভখানা
ব্যাঙের জিভের মত লকলক করে ছুটে গেল
চাঁদ জমা পড়লো সেই বুকপকেটে, যেখানে
একটু আগে ছিল রাত্রি!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।