কবিতায় অমিত পান্ডে

বঞ্চনা
রাতের বড়বাজার টা তুলনামূলক ফাঁকা।
যে যার মত বাড়ি ফিরে গেছে বিকিকিনি সেরে।
আমি একা গভীর রাতে বাড়ি ফিরছি এক হাতে বাংলার বোতল আর এক হাতে গাজরের মাথা চিবোতে চিবোতে। নাকি নিজের মাথা কে জানে?
পাড়ায় ঢুকতেই এর ওর বারান্দা থেকে ছুটে এসে চিৎকার শুরু করে দিল চেনা সারমেয় র দল।
যেন নিজেদের মধ্যেই আমাকে নিয়ে মস্করা তে মেতে উঠলো।
হয়ত বলছে এই লোকটা শালা আস্ত বোকা…..। জানেই না কবিতা লিখে পেট ভরে না। তবু দিনরাত কবিতা লেখে।
বাড়ি ফিরে হয়তো আবার কবিতা লিখব।
হয়তো আবার প্রেম ঝরে পড়বে আমার কবিতায়।
হয়তো আবার আমার কবিতায় ফুটে উঠবে অনেক বঞ্চনার ইতিহাস। আমি ও যাদের দলে পড়ি।
শুধু অন্ধকারে থেকে যাবে আমার আক্ষেপ, আমার বঞ্চনার কথা যা কোনোদিন কাউকে বলা হলো না।