কবিতায় অমিত পান্ডে

আমার বসন্ত 

তোমাকে বলা হয়নি কখনও, মনে মনে এক একটা করে রঙ দিয়ে তোমাকে মনের মত করে সাজিয়েছি প্রতিদিন।

তোমার মন টা কে সাজিয়েছি আকাশের রঙে। যাতে কোনোদিন কোনো মলিনতা তোমার মন কে ছুঁতে না পারে। যাতে আকাশের মত একটা মন নিয়ে সারাজীবন তুমি মানুষ কে আপন করে নিতে পারো ঠিক আকাশ টার মত।

সমুদ্রের নীল রঙ ও খানিকটা দিয়েছি মিশিয়ে, যাতে সমুদ্রের মত গভীরতা দিয়ে মুখ আর মুখোশের পার্থক্য টা চিনতে পারো নিজের মত করে।

চিন্তা কোরো না, পলাশের আগুন ঝরানো লাল রঙ ও দিয়েছি কিছুটা, যাতে প্রয়োজনে প্রতিবাদে জ্বলে উঠতেও পারো।

প্রকৃতির থেকে অনেকখানি সবুজ নিয়েছি চেয়ে। সাজিয়েছি তোমার পুরো শরীর টা কে। যাতে হাজার দুর্যোগের পরে, নিজেকে চির সবুজ রাখতে পারো আবার আগের মত। ঠিক যেমন বৃষ্টির পরে চারদিক আরো বেশি সবুজ হয়ে ওঠে।

আসলে বসন্ত এসে গেছে তো, তাই তোমাকে সাজিয়েছি মনের মত রঙে, যাতে নতুন রূপে, নতুন জীবনে আমাকে চিনতে পারো আমার মত করে।

Spread the love

You may also like...

error: Content is protected !!