দিব্যি কাব্যিতে আদিত্য প্রত্যূষ (গুচ্ছ কবিতা)

ডানা সম্পর্কিত বিজ্ঞাপন


অক্ষরে
লণ্ঠনটি জাজ্বল্যমান ~

সবার আগে সকাল
ঘাসের ওপর আলতো ছুঁয়ে দ্যায় শরীর

তোর নিকোনো রূপে
মগ্ন ফুল ফোটে ~

তখনও উদাসীনতা ঘিরে থাকে
স্তন বৃন্ত জুড়ে


চশমার ওপাড়ে
সুদুর উচ্চতায়
ঘোলাটে ক্যানভাস

এমনই অবসরে
আসর জমিয়ে তোলে
দূরবীন

কতো রসবাতি
মলাটের ভেতর

রূপের নৌকোয়
পালতোলা উচ্ছ্বাস
কথার

ঢেউয়ের থেকে
কোনো অংশে কম নয়

গভীর সমুদ্রও পোষমানে


প্রদীপের শিখায়
পুড়ে যেতে চাই

চাওয়া ও পাওয়ার মাঝে
শিশুটির ড্রয়িং খাতায়
এক বহমানতা ~

সমীকরণের দরজা খুলে
বেরিয়ে যেতে চায়

অহরহ অপূর্ণ ইচ্ছের কাছেই
ঘুমিয়ে পড়েন ঈশ্বর

আমরা নামতা শিখি শিশুর মতোই

সুদৃশ্য ফুলের গালে টোল
জন্ম জন্মান্তর ~


রাত বলতেই
কালো অন্ধকারের ছবিই
ভেসে ওঠে~

মন = নদী = অথই
নির্নিমেষ খড়কুটো হয়ে
নির্মাণ~

এই অবগাহন

কালো~প্রিয় অন্ধকার
চোখের কোনে ফুটে ওঠা
গল্পগুচ্ছ আলোর


এসব বিজ্ঞাপনের রং
কাজলে লেখা
চোখের অক্ষরে ভেজা শিউলি ফুল

একটা একটা করে
পাপড়ি খুলতেই
নির্যাস~
ছাপিয়ে ওঠে বাঁশির একুল ওকুল

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।