দিব্যি কাব্যিতে আদিত্য প্রত্যূষ (গুচ্ছ কবিতা)

ডানা সম্পর্কিত বিজ্ঞাপন
০
অক্ষরে
লণ্ঠনটি জাজ্বল্যমান ~
সবার আগে সকাল
ঘাসের ওপর আলতো ছুঁয়ে দ্যায় শরীর
তোর নিকোনো রূপে
মগ্ন ফুল ফোটে ~
তখনও উদাসীনতা ঘিরে থাকে
স্তন বৃন্ত জুড়ে
১
চশমার ওপাড়ে
সুদুর উচ্চতায়
ঘোলাটে ক্যানভাস
এমনই অবসরে
আসর জমিয়ে তোলে
দূরবীন
কতো রসবাতি
মলাটের ভেতর
রূপের নৌকোয়
পালতোলা উচ্ছ্বাস
কথার
ঢেউয়ের থেকে
কোনো অংশে কম নয়
গভীর সমুদ্রও পোষমানে
২
প্রদীপের শিখায়
পুড়ে যেতে চাই
চাওয়া ও পাওয়ার মাঝে
শিশুটির ড্রয়িং খাতায়
এক বহমানতা ~
সমীকরণের দরজা খুলে
বেরিয়ে যেতে চায়
অহরহ অপূর্ণ ইচ্ছের কাছেই
ঘুমিয়ে পড়েন ঈশ্বর
আমরা নামতা শিখি শিশুর মতোই
সুদৃশ্য ফুলের গালে টোল
জন্ম জন্মান্তর ~
৩
রাত বলতেই
কালো অন্ধকারের ছবিই
ভেসে ওঠে~
মন = নদী = অথই
নির্নিমেষ খড়কুটো হয়ে
নির্মাণ~
এই অবগাহন
কালো~প্রিয় অন্ধকার
চোখের কোনে ফুটে ওঠা
গল্পগুচ্ছ আলোর
৪
এসব বিজ্ঞাপনের রং
কাজলে লেখা
চোখের অক্ষরে ভেজা শিউলি ফুল
একটা একটা করে
পাপড়ি খুলতেই
নির্যাস~
ছাপিয়ে ওঠে বাঁশির একুল ওকুল