মানুষের বয়েস যে কখন নিজের পায়ে হাঁটতে
শিখেছে , মনে নেই । শরীরে মাংস লেগেছে ,
আর কিছু চোখ গ্রাস করে নিজের মনে
সেটিকে প্রতিনিয়ত ; মুখের আবরণ পাল্টায় ।
কপালের ভাঁজে লেখা হয় পাপের হিসেব ;
অশ্লীল যদি বলতে হয় তাহলে সেই চোখ ও মন ,
কোন পুরুষ বা নারীর নয় ….
গল্প
কথাগুলো আজ লিখতে বসে হোঁচট খায়
কলমগুলো নাকি গল্প বলে সেই পাতায়
কাগজ কলমের সাথে সন্ধি করে
আমি সেসব পড়ি রাতে আলো জ্বালিয়ে
কোন গল্পের রাজা কখনো বা প্রজা
সে সবই কি আমায় নিয়ে লেখা ?
আমার গল্প অন্য হবে , কেউ জানবেনা সেটা
হোক না হয় একটু দেরি , পড়ার শেষে বলবে
সবাই অনেক কিছুই হলনা জানা ।।