আমি দেখছি
রাস্তা একই আছে,
খানাখন্দে ভরা রাস্তার খন্দগুলো ভরেছে সদ্য
আর ভালো রাস্তাগুলোর চামড়া উঠে ন্যাংটা
বড়রাস্তা গুলোর ধারে রং হয়েছে ফুটপাথে
আমি দেখছি
গলিগুলো এখনো অন্ধকার
সেই কিছু চেনা মানুষের মুখোশ পরা….
আজ আর মেয়েমানুষের হাত ধরে টানে না
সোজা গায়ে হাত দিয়ে……………
আমি দেখছি
বিপ্লব আজো হয়,
তবে (বি)শিষ্ট (প্ল)বগের (ব)কবকানি ছাড়া…
আর তো কিছু দেখি না।
হ্যাঁ আমি আরও দেখছি
সরকার আসে… সরকার যায়…
লাল আলো লাগানো সাদা গাড়িগুলো একই ভাবে চলে যায়
মোরাম বিছানো পথে চুমু খেতে খেতে…একই ভাবে…
শুধু ভিতরের মানুষগুলো বদলে বদলে যায়।