কবিতায় অনিন্দিতা নাথ

সেই রোড
‘হাইরোড’ শুনে থমকে গেলাম!
কতো হ’ত দরিদ্র মানুষের পরিশ্রমে তৈরি রাস্তা,
দু’মুঠো অন্ন-বস্ত্রের আশায়।
পরিবার আছে গ্রামে,
তাদের কথা ভেবে
পরে নীরব দীর্ঘ শ্বাস।
এই রোডে কালো রাত্রি তে
জন্ম নিয়েছে অসহায় শিশু,
কেউ খোঁজ রাখেনি।
জীবন বড্ড অদ্ভুত!
বাবুরা স্বপ্নের রঙিন গাড়ি
চেপে ধোঁয়া উড়িয়ে ছোটেন,
গানের তালে মাথা নেড়ে।
কিন্তু শ্রমিক শ্রেণী?
আজও চটি পায়ে
হেঁটে চলে ওরা।
জীবনের রহস্য ভেদ করা কঠিন।